Windows Tools Menu Remove folder
Windows
Tools Menu Remove folder
কেমন আছেন সবাই ?কথা না
বারিয়ে কাজে আসা যাক।
ফোল্ডার লুকাতে বা দেখাতে হলে Tools মেনু থেকে Folder Options-এ যেতে হবে। যদি সেই Folder Option সরিয়ে (রিমুভ) দেন তবে কেমন হয়?
Tools মেনু থেকে Folder Option সরিয়ে দিতে প্রথমেই ‘Start Menu’ গিয়ে ‘Run’ এ গিয়ে ‘gpedit.msc’ লিখে
এন্টার চাপতে হবে। তাহলে ‘Group Policy’ নামে একটা ডায়ালগ বক্য আসবে। এখন
‘Group Policy’ থেকে User
configuration/ Administrative
Templates/ Windows Components/ Windows Explorer থেকে
Remove the Folder Options menu item from the Tools menu-এ দুই ক্লিক করে সক্রিয় করে দিন। এখন
দেখুন উইন্ডোজের Tools মেনুতে Folder Option টি নেই। এটি আবার পেতে হলে
Remove the Folder
Options menu item from the Tools menu-এ দুই ক্লিক করে নিস্ক্রিয় করে দিন।
আসা করি ভালো থাকবেন সবাই।
Comments
Post a Comment