Windows Tools Menu Remove folder



Windows Tools Menu Remove folder
 
কেমন আছেন সবাই ?কথা না বারিয়ে কাজে আসা যাক।
ফোল্ডার লুকাতে বা দেখাতে হলে Tools মেনু থেকে Folder Options- যেতে হবে যদি সেই Folder Option সরিয়ে (রিমুভ) দেন তবে কেমন হয়?    



Tools মেনু থেকে Folder Option সরিয়ে দিতে প্রথমেই ‘Start Menu’ গিয়ে ‘Run’ গিয়ে ‘gpedit.msc’ লিখে   

এন্টার চাপতে হবে তাহলে ‘Group Policy’ নামে একটা ডায়ালগ বক্য আসবে এখন ‘Group Policy’ থেকে User 

configuration/ Administrative Templates/ Windows Components/ Windows Explorer থেকে 

Remove the Folder Options menu item from the Tools menu- দুই ক্লিক করে সক্রিয় করে দিন এখন  
দেখুন উইন্ডোজের Tools মেনুতে Folder Option টি নেই এটি আবার পেতে হলে Remove the Folder 

Options menu item from the Tools menu- দুই ক্লিক করে নিস্ক্রিয় করে দিন
আসা করি ভালো থাকবেন সবাই।
                  

Comments

Popular posts from this blog

inverter দিয়ে আমরা কিভাবে বিদ্যুত সাস্র্য় করতে পারি

Project

Auto And manual Star Delta Canection