inverter দিয়ে আমরা কিভাবে বিদ্যুত সাস্র্য় করতে পারি
inverter আজ আমি ইনভাটার এর কাজ স্মপকে কিছু বলবো ইনভাটার ব্যাবহার এ কত সহজ হয়ে গিছে কাজ ।এতে করে বিদ্যুত সাস্র্য় হচ্ছে।যায় হক এখন কাজের কথায় আসা যাক...।। Inverter একটি আধুনিক বিশস্ত ডিভাইস এটা মেনুয়েলি plc এর মাধ্যমে কন্ট্রোল করা যায়,। Inverter এর বিশেষ কিছু সুবিধা রয়েছে : (1):কম কারেন্ট এ মটর চালায়, অর্থাৎ input এ যে পরিমাণ কারেন্ট নিবে output টি দুই থেকে তিন গুণ বেশি কারেন্ট দেয়। (2): Inverter দিয়ে মোটর চালালে এস্টার ডেল্টা করা প্রয়োজন হয় না তা যত kw এর হোক না কেন। (3): Inverter দিয়ে প্রয়োজন মতো দ্রুত বা ধির গতিতে মোটর রান করা যায়। এবং বন্ধ করা যায়। এটা এসিলেশ এবং ডিসি লেশন টাইম সেটিং এর মাধ্যম। 0- থেকে 999 সেকেন্ড পর্যন্ত সেট করা যাবে। (4):ফেজ কানেকশন চলন্ত না করে অনায়াসে রিভাস এবং ফরওয়ার্ড করা যায়। (5):ফ্রেকুয়েন্সি কম বেশি করে RPM কম বেশি করা যায়। VFD=Variable frequency driver RPM=Ravulation pur menet (6):over voltage বা current Inventer অটোমেটি মোটরের supply off করে দিবে। ...
Comments
Post a Comment