Project

  •   Auto And manual Star Delta Canection



    আমাদের স্টার ডেল্টা করতে যা যা লাগবে তা নিচে দেওয়া হল।
    প্রথমে আমরা চিত্র্য ডেখে কাজ করবো নিচে চিত্র্য দেওয়া হল।



                                                 Auto And manual Star Delta Canection .
    আমরা চিত্র্যের মত কাজ করবো।
    আমরা প্রথমে ফেজ এর কাজ করবো ৯৫ এবং ৯৬শট করবো এবং ৯৫ থেকে স্টাপ S/w এন সি তে এ নিবো এবং ওখান থেকে স্টাট সুই্চ এ এন ও তে এবং এর অপর A1 থেকে মেগনেট্রিক মেইন টার এন ও তে।এবং স্টাট সুইচ থেকে টাইমার এর ৭ এ এবং ৭,৮,১ সট ৮ থেকে ৫ এবং ১ থেকে ৪ এ.৪ থেকে ডেল্টার এন সি তে এবং ২ থেকে ডেল্টার এন ও তে এবং অপর পাশে ৯৫ থেকে।A1 স্টার এর এন সি তে এবং অপর টাইমার এর ৬ থেকে।এখন স্টার এর কাজ টাইমার এর ৪ থেকে এন সি অপর হতে A1.ডেল্টার A1 থেকে স্টার এর এন সি হয়ে টাইমার এর ৬ এ।এখন সব গুলা A2 এক করে নিউটল সাফ্লাই দিই।রান লেম্প থেকে ডেল্টার এন ও হয়ে ৯৫ এ এবং রান লেম্প এর অপর সরাসরি নিউটল এ।





                                                                 Star Delta (Power Circuit)

  • MCB থেকে মেইন মেগ্নেট্রিক এ এবং মেইন মেগনেট্রিক এর L1,L2,L3 হতে পযয় ক্রমে ডেল্টার L1,L2,L3 canetion দিই ডেল্টার অপর হতে স্টার এ T1,T2,T3 canetion দিই এবং ডেল্টার w2 এবং মটর এর w2, U2+U2, ..V2+V2



    এখন আমরা মালা মাল নিবো ।
    1.    Mag.. Contactor----3pic
    2.    Over Load-------------1pic
    3.    Timer-------------------1pic
    4.    Float S/W
    5.    Float Less Level S/W
    6.    Presure S/W
    7.    Indector Lamp(Trip,Stop,Start)—3pic
    8.    Push Switch
    9.    Selector S/W
    10.    Cable Lux,Cable Tie, Cable----as need.
    11.   


    You Can Load Any Plumbing Operates From Two Different Yaiga



    আশা করি সবাই ভালো আছেন।আজকে আমি আতমাদের কাছে একটি  সার্কিট নিয়ে আলোচনা।যাইহোক, এখন যে সার্কিট নিয়ে আলোচনা করব এর নাম স্টেয়ার কেস সার্কিট ডায়াগ্রাম।এই সর্কিটের মাধ্যমে আপনি যেকোন লাইট/বাল্প দুটি আলাদা যাইগা থেকে নিয়ন্ত্রন করতে পারবেন।সাধারন সুইচ দিয়ে এটি করতে পারবেন না। এর জন্য টু-ওয়ে সুইচ লাগবে। দুটি টু-ওয়ে সুইচ দিয়ে ফটো এর মতো কানেকশন  করুন।



                                               * এটির কানেকশন এভাবে দিতে পারেন।
    এটি সাধারন্ত সিরি ঘড় এ ব্যাবহৃত হয়ে থাকে ।ইত্যাদি...।।  

  • How Can I Catch A Thief With Use Electronis Circuit


  •   সবাই কেমন আছেন ?
  • এখন আমি যে সার্কিট নিয়ে আলোচনা করবো এটি খুব সুন্দর ,সহজ ও কার্যকরী সার্কিট ! এটির মাধ্যমে আপনি বুজতে পারবেন কেউ দরজা খুললো কি না আপনার ঘুমন্ত অবস্থায় এবং আপনার মোবাইলে কল আসবে ।আমি মোবাইল সংযগ দেখাতে পারছি না একটি সমস্যার কারনে ।তাই শুধু মেটাল টার্চ দিয়ে  দেখালাম।এতা ঘড়ের মদ্ধে উচু যাইগা লাগানো থাকবে।এবং তালা বা যে সব জিনিস নিরাপদ রাখার দরকার ওইটাই স্নগে সংযোগ দেওয়া থাকবে ।আর তখন যদি চোর বা যে কেও ধরে তা হলে সংকেত বেজে উটবে এবং লাইট জলে উটবে।আর মোবাইল ও কল আসবে।
  • এর জন্য নিচের গুলো সংগ্রহ করুন
  • 1. রেজিস্ট্যান্স 10 কিলোওহম যার কালার হল , বাদামী কালো কমলা সোনালী
  • 2. রেজিস্ট্যান্স 68 কিলোওহম যার কালার হল , নীল ধুসর কমলা সোনালী...
  • 3. রেজিস্ট্যান্স 1 কিলোওহম যার কালার হল , বাদামী কালো লাল সোনালী
  • 4. দুইটি 0.01uF এর ননপোলারিস্ট ক্যাপাসিটর যার কোড হল 103 ! অর্থাত্‍ 103 নাম্বারের pf
  • 5. পোলারিস্ট ক্যাপাসিটর 1uF/15V একটি...
  • 6. টাইমার আইসি 555 নাম্বারের একটি
  • 7. স্পিকার 8 ওহম 0.5 ওয়াটের একটি তবে আপনি রেডিও এর স্পিকারও ব্যবহার করতে পারবেন
  • 8. 36 গেজের তামার তার পরিমান মত...তবে আপনি বাজার থেকে এক টাকা বা দুই টাকা দামের তার কিনে ওখান থেকে একটা গেইজ খুলে নিতে পারেন
  • এবার  নিচের সাটির মত করে সংযোগ দিন ।                                                             
   


  • দেখুন চিকন যেই তার আছে সেটি আপনার ঘরের দরজার পিছনে এমন ভাবে সেট করুন যেন দরজা খোলার সাথে সাথে ওই চিকন তার ছিরে যায়
  • আর ওই তার ছিরে যাওয়ার সাথে সাথে এক কিলোহার্জের একটা শব্দ হবে যেটি শোনার সাথে সাথে আপনার ঘুম ভেংগে যাবে এবং
  •  জানতে পারবেন কে দরজা খুললোএবং মোবাইল সেট করা থাকলে কল আসবে ।
  • একটু দেখুন ।
  • এই সার্কিটে ব্যবহৃত রেজিস্ট্যান্সগুলো 1/4 ওয়াটের...
  • এই সার্কিটটি 5 হতে 15 ভোল্টে চলবে তবে আপনি 6 ভোল্ট 9 ভোল্ট ও 12 ভোল্টের যেকোন ব্যটারী ব্যবহার করতে পারবেন
  • আইসির এক নম্বর পিনে নেগেটিভ ও আট নম্বর পিনে পজেটিভ ভোল্টেজ প্রবেশ করাতে হবে...
  • আইসির চার নম্বর পিনে চিকন তারের এক প্রান্ত ও এক নম্বর পিনে অপর প্রান্ত লাগাতে হবে
  • ভুল কানেকশনের কারনে আইসি নষ্ট হলে আমি দায়ী নই
  • দেখুন চিকন যেই তার আছে সেটি আপনার ঘরের দরজার পিছনে এমন ভাবে সেট করুন যেন দরজা খোলার সাথে সাথে ওই চিকন তার ছিরে যায়
  • আর ওই তার ছিরে যাওয়ার সাথে সাথে এক একটা শব্দ হবে যেটি শোনার সাথে সাথে আপনার ঘুম ভেংগে যাবে এবং
     জানতে পারবেন কে দরজা খুললোএবং মোবাইল সেট করা থাকলে কল আসবে । 
  •  
  •  
  •  
  •  

    Auto & Manual Fire Pump, Fire Gan,Start Stop With Pressure S/W.


    **Auto & Manual Fire Pump, Fire Gan,Start Stop With Pressure S/W.

     


                                            24 v DC Battery Supply ব্যবহার করতে হবে ।
                                   

    24 v Dc এর 2টি রিলে থাকবে । Battery Supply 6 এর (+) input seleetor S/W  এর Auto বা Manual Seleet  করে S/W এর Manual (ধরি manual Seleet করা আছে) এর output থেকে puch S/w  এর Input এ থাকে। পরে এর Output লাইনটি ১ম Relay এর ১৩নং pin Input হবে যা (+) এর Output  হবে ১৪নং পিন দিয়ে যা (-) । তখন manual থেকে ১নং পিন লাইন এর একটি তার যাবে Timer থেকে  এর ১নং পিন Input এবং এর Output বের হবে ৪ নং পিন থেকে যা Relay  Auxliary এর ৯নং পিন এ । এটি ON অবস্থায় থাকে ।এর  output ৫নং পিন থেকে relay Auxliary এর ১৩নং পিন এ শট হবে। তখন manual এর input এর আরও একটি তার Relay Auxliary এর ১১নং পিন এ Input হবে ।
    এর Output বের হবে ৭নং দিয়ে যা Realy এর ১৩নং পিন এ Input হয়ে এর ১৪নিং পিন দিয়ে Output  হবে ।এই Output এর Conneetion হবে (-), এখন যেহেতু 24v dc Supply সেহেতু AC 220v কে দেয়া হবে না । এ কারনে Battery Supply থেকে একটি পজেটিভ তার timer  auxiliary এর ১০নং পিন এ Input হবে Output   বের হবে ৬নং পিন থেকে যা যাবে Timer 2no পিন এর Input  এর এবং Output ৭নং এ হবে ।এই  Output হবে DC 24 v দিয়ে এর নেগেটিপ এ যাবে Timer এ ইচ্ছামত সময় সেট করে নেওয়া যেমন 5sce সেট করলে Relay Auxary এর NO,NC তে পরিবত্নন হবে এবং কয়েল ধরবে । Motor Start হবে Lamp P জলবে 5sce পরে NC,NO হবে এবং Lamp ণিভে যাবে ।  
     






    আসা করি সবাই পারবেন অনেক সহজ করে দেওয়া হল ।
    কনো সমস্যা হলে যগাযগ করবেন ।
    ভিডিও তে দেখতে .........
                                                       Clike Here


                               ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার
                                             শিমুল হাসান

 

 

   Auto Reverse And Forward Controlling

                                                    Clike Here


                                                                  *Delta sogjok



 Project 1:

                                      Dc 24 volt Pawor saflay

Comments

Post a Comment

Popular posts from this blog

inverter দিয়ে আমরা কিভাবে বিদ্যুত সাস্র্য় করতে পারি

Auto And manual Star Delta Canection