Posts

Showing posts from 2015

CV তৈরির সময় কি কি বিষয় মাথায় রাখা দরকার

Image
চাকরি প্রাথীদের নিজেকে সঠিকভাবে উপস্থাপনের সর্বপ্রথম ধাপ হল একটি চমকপ্রদ CV বা জীবন বৃত্তান্ত। একটি চমকপ্রদ CV দেখেই কোম্পানি গুলো আপনার সম্পর্কে প্রাথমিক ধারনা লাভ করে। কথায় আছে না "first impression is the best impression"। তাই আপনার CV টি হয়া দরকার সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী। আমি আজ আপনাদের ১৫টি ভিন্ন ফরম্যাটের CV  এর ডিজাইন এর লিংক দিব যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী একটি CV তৈরি করতে পারবেন ।      ডাউনলোড লিংকঃ CV FORMAT                                                                                                                                           ...

inverter দিয়ে আমরা কিভাবে বিদ্যুত সাস্র্য় করতে পারি

Image
inverter আজ আমি ইনভাটার এর কাজ স্মপকে কিছু বলবো ইনভাটার ব্যাবহার এ কত সহজ হয়ে গিছে কাজ ।এতে করে বিদ্যুত সাস্র্য় হচ্ছে।যায় হক এখন কাজের কথায় আসা যাক...।। Inverter একটি আধুনিক বিশস্ত ডিভাইস এটা মেনুয়েলি plc এর মাধ্যমে কন্ট্রোল করা যায়,। Inverter এর বিশেষ কিছু সুবিধা রয়েছে : (1):কম কারেন্ট এ মটর চালায়, অর্থাৎ input এ যে পরিমাণ কারেন্ট নিবে output টি দুই থেকে তিন গুণ বেশি  কারেন্ট দেয়। (2): Inverter দিয়ে মোটর চালালে এস্টার ডেল্টা করা প্রয়োজন হয় না তা যত kw এর হোক না কেন। (3): Inverter দিয়ে প্রয়োজন মতো দ্রুত বা ধির গতিতে মোটর রান করা যায়। এবং বন্ধ করা যায়। এটা এসিলেশ  এবং ডিসি লেশন টাইম সেটিং এর মাধ্যম। 0- থেকে 999 সেকেন্ড পর্যন্ত সেট করা যাবে। (4):ফেজ কানেকশন চলন্ত না করে অনায়াসে রিভাস এবং ফরওয়ার্ড করা যায়। (5):ফ্রেকুয়েন্সি কম বেশি করে RPM কম বেশি করা যায়। VFD=Variable frequency driver RPM=Ravulation pur menet (6):over voltage বা current Inventer অটোমেটি মোটরের supply off করে দিবে। ...

Microsoft Office Word Document is a very esy

Image
মাইক্রোসফট ওয়ার্ডের সহজ  কৌশল:                       ২৯ অক্টোবর, ২০১৫ ↓ মাইক্রোসফট ওয়ার্ডের মতো অফিস  প্রোগ্রামগুলোতে অনেক ছোটখাটো  কৌশল রয়েছে। এসব কৌশল প্রয়োগ করলে ওয়ার্ডে লেখার কাজটা করা যায়  সহজে, আর সময়ও বাঁচে কিছুটা। এখানে  জনপ্রিয় কিছু কৌশল দেওয়া হলো। ♥ দ্রুত লাইন স্পেসিং পরিবর্তন কোনো প্যারাগ্রাফ, পৃষ্ঠা বা পুরো ফাইলের লাইন স্পেসিং (দুই লাইনের  মধ্যকার ফাঁকা জায়গা) পরিবর্তন করা যাবে  কিবোর্ডের মাত্র দুটি বোতাম চেপে। নির্ধারিত প্যারাগ্রাফে মাউসের কার্সর  রেখে Ctrl+1 চাপুন, একক (সিঙ্গেল)  মাত্রায় স্পেস পাওয়া যাবে। Ctrl+2 চাপলে দ্বিগুণ (ডবল), Ctrl+5 চেপে দেড়  (১.৫) লাইন স্পেস পাওয়া যাবে। এভাবে  পুরো ডকুমেন্টে যদি একই মাপের লাইন স্পেস দিতে চান, তাহলে Ctrl+A চেপে  সবকিছু নির্বাচন করে লাইন স্পেস ঠিক  করে নিন। তবে এই 1, 2 বা 5 সংখ্যাগুলো কিবোর্ডের ওপরের দিকে থাকা সংখ্যা  বোতাম চেপে করতে হবে, ডান পাশে  থাকা নিউমেরিক বোতাম চাপলে হবে ...

When the laptop keyboard does not work

Image
হঠাৎ কিবোর্ডের কাজ না করা। যন্ত্রাংশ বা সফটওয়্যারের কারণে এমন সমস্যা হতে পারে। কিন্তু কিবোর্ডে কখনো বেশি চাপ পড়লে বা অসাবধানতায় তরল কোনো পদার্থ পড়লে এর বোতামগুলোর সংযোগস্থলে শর্টসার্কিট হতে পারে। তবে বড় ধরনের যন্ত্রাংশজনিত সমস্যা না হলে কয়েকটি কৌশল অবলম্বন করলেই কিবোর্ড আবার সচল হয়ে উঠবে। ডিভাইস সফটওয়্যার পরীক্ষা: স্টার্ট মেন্যুতে devmgmt.msc লিখুন। ডিভাইস ম্যানেজার এলে ক্লিক করে সেটি খুলুন। অনেক সময় যন্ত্রাংশের সমস্যার কারণে কিবোর্ড ড্রাইভ এখানে লুকিয়ে থাকে। তাই ডিভাইস ম্যানেজারের View-এ ক্লিক করে Show hidden devices-এ ক্লিক করুন। এবার এখানকার তালিকার Keyboards-এ দুই ক্লিক করলে আপনার ল্যাপটপের ডিভাইসের নাম দেখতে পাবেন। এখানে হলুদ ত্রিভুজের মধ্যে বিস্ময়বোধক কোনো চিহ্ন এলে ল্যাপটপ নির্মাতার ওয়েবসাইটে গিয়ে মডেল নম্বর দিয়ে চালক সফটওয়্যার (ড্রাইভার) খুঁজতে হবে এবং এর সর্বশেষ সংস্করণ নামিয়ে ব্যবহার করলেই কিবোর্ড সচল হয়ে উঠবে। না হলে কিবোর্ড ড্রাইভারে ডান ক্লিক করে Uninstall করুন। আনইনস্টল শেষে Action মেন্যুতে ক্লিক করলে Scan for hardware changes-এ ক্...

Blogger Templates

Image

The Identity Of Some Inanustuments

Image
                                                         PFI                                                       Magnetik Condaktar And Time r                                Megar                             electricalblogbd.blogspot.com                       Circuit Brekar                                  electricalblogbd.blogspot.com               ...

Windows Tools Menu Remove folder

Image
Windows Tools Menu Remove folder   কেমন আছেন সবাই ?কথা না বারিয়ে কাজে আসা যাক। ফোল্ডার লুকাতে বা দেখাতে হলে Tools মেনু থেকে Folder Options- এ যেতে হবে । যদি সেই Folder Option সরিয়ে ( রিমুভ ) দেন তবে কেমন হয় ?     Tools মেনু থেকে Folder Option সরিয়ে দিতে প্রথমেই ‘Start Menu’ গিয়ে ‘Run’ এ গিয়ে ‘gpedit.msc’ লিখে    এন্টার চাপতে হবে । তাহলে ‘Group Policy’ নামে একটা ডায়ালগ বক্য আসবে । এখন ‘Group Policy’ থেকে User  configuration/ Administrative Templates/ Windows Components/ Windows Explorer থেকে   Remove the Folder Options menu item from the Tools menu- এ দুই ক্লিক করে সক্রিয় করে দিন । এখন   দেখুন উইন্ডোজের Tools মেনুতে Folder Option টি নেই । এটি আবার পেতে হলে Remove the Folder  Options menu item from the Tools menu- এ দুই ক্লিক করে নিস্ক্রিয় করে দিন । আসা করি ভালো থাকবেন সবাই।          ...