Posts

Showing posts from October, 2015

The Capacitor Is That Quality Of

*যে যে মানের ক্যাপাসিটর হয়ে থাকে ।   2.5 KVAR 5     KVAR 7.5  KVAR 12.5 KVAR 25   KVAR 50   KVAR 75   KVAR ( ছোট থেকে শুরু করতে হবে  )

Auto And manual Star Delta Canection

Image
আমাদের স্টার ডেল্টা করতে যা যা লাগবে তা নিচে দেওয়া হল। প্রথমে আমরা চিত্র্য ডেখে কাজ করবো নিচে চিত্র্য দেওয়া হল।                                              Auto And manual Star Delta Canection . আমরা চিত্র্যের মত কাজ করবো। আমরা প্রথমে ফেজ এর কাজ করবো ৯৫ এবং ৯৬শট করবো এবং ৯৫ থেকে স্টাপ S/w এন সি তে এ নিবো এবং ওখান থেকে স্টাট সুই্চ এ এন ও তে এবং এর অপর A1 থেকে মেগনেট্রিক মেইন টার এন ও তে।এবং স্টাট সুইচ থেকে টাইমার এর ৭ এ এবং ৭,৮,১ সট ৮ থেকে ৫ এবং ১ থেকে ৪ এ.৪ থেকে ডেল্টার এন সি তে এবং ২ থেকে ডেল্টার এন ও তে এবং অপর পাশে ৯৫ থেকে।A1 স্টার এর এন সি তে এবং অপর টাইমার এর ৬ থেকে।এখন স্টার এর কাজ টাইমার এর ৪ থেকে এন সি অপর হতে A1.ডেল্টার A1 থেকে স্টার এর এন সি হয়ে টাইমার এর ৬ এ।এখন সব গুলা A2 এক করে নিউটল সাফ্লাই দিই।রান লেম্প থেকে ডেল্টার এন ও হয়ে ৯৫ এ এবং রান লেম্প এর অপর সরাসরি নিউটল এ।            ...

How Can I Catch A Thief With Use Electronis Circuit

Image
  সবাই কেমন আছেন ? এখন আমি যে সার্কিট নিয়ে আলোচনা করবো এটি খুব সুন্দর ,সহজ ও কার্যকরী সার্কিট ! এটির মাধ্যমে আপনি বুজতে পারবেন কেউ দরজা খুললো কি না আপনার ঘুমন্ত অবস্থায় এবং আপনার মোবাইলে কল আসবে ।আমি মোবাইল সংযগ দেখাতে পারছি না একটি সমস্যার কারনে ।তাই শুধু মেটাল টার্চ দিয়ে  দেখালাম।এতা ঘড়ের মদ্ধে উচু যাইগা লাগানো থাকবে।এবং তালা বা যে সব জিনিস নিরাপদ রাখার দরকার ওইটাই স্নগে সংযোগ দেওয়া থাকবে ।আর তখন যদি চোর বা যে কেও ধরে তা হলে সংকেত বেজে উটবে এবং লাইট জলে উটবে।আর মোবাইল ও কল আসবে। এর জন্য নিচের গুলো সংগ্রহ করুন । • 1. রেজিস্ট্যান্স 10 কিলোওহম যার কালার হল , বাদামী কালো কমলা সোনালী । • 2. রেজিস্ট্যান্স 68 কিলোওহম যার কালার হল , নীল ধুসর কমলা সোনালী ... • 3. রেজিস্ট্যান্স 1 কিলোওহম যার কালার হল , বাদামী কালো লাল সোনালী । • 4. দুইটি 0.01uF এর ননপোলারিস্ট ক্যাপাসিটর যার কোড হল 103 ! অর্থাত্ ‍ 103 নাম্বারের pf । • 5. পোলারিস্ট ক্যাপাসিটর 1uF/15V একটি ... • 6. টাইমার আইসি 555 নাম্বারের একটি । • 7. স্পিকার 8 ওহম 0.5 ওয়াটের একটি । ত...